বরিশাল সদর উপজেলার ২নং কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন লিটন মোল্লার সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার (১২ জানুয়ারি) হাইকোর্টের মাননীয় বিচারপতি ফারাহ্ মাহাবুব, মাননীয় বিচারপতি এস.এম মনিরুজ্জামান দ্বৈত বেঞ্চে এ আদেশ দেয়া হয়।
এর আগে বরিশালে পরিবহন সেক্টরে চাঁদাবাজির মামলায় জেল হাজতে যাওয়ার ঘটনায় ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন লিটন মোল্লাকে (০৯ নভেম্বর) সোমবার সাময়িক বহিষ্কার করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার জারিকৃত এক পত্রে স্থগিতাদেশ দিয়েছেন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ।