স্বাধীনতা ও সার্বভৌমত্বের নিশ্চয়তায় এক অত্যুজ্জ্বল
আদর্শ ছিলেন যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা মিহির দত্ত
নিজস্ব বার্তা পরিবেশক ঃ সাংবাদিকতার প্রথিকৃত, ভাষা সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মিহির লাল দত্ত’র ১৪তম মৃত্যু বাষির্কী পালিত।
দেশ প্রেমের সুমহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ মাতৃকার মুক্তি সংগ্রামে সক্রিয় অংশ গ্রহন করে পাক-হানাদার বাহিনীর হাতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ভাষা সৈনিক ও বীর মুক্তিযুদ্ধা মিহির দত্ত। স্বাধীনতা ও সার্বভৌমত্বের নিশ্চয়তায় এক অত্যুজ্জ্বল আদর্শ ছিলেন সাংবাদিক মিহির দত্ত।
গতকাল বুধবার দিনব্যাপি ১৪তম মৃত্যু বাষির্কী উপলক্ষে নগরীর আগরপুর রোড ‘দত্ত ভবন’-এ যুদ্ধাহত স্বর্গীয় মিহির লাল দত্ত’র বিদেহী আত্মার শান্তি কামনায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালন করেছেন তার স্বজন, শুভাঙ্খি ও দত্ত পরিবারের সদস্যবৃন্দ।
সূত্র জানায়, প্রয়াত মিহির লাল দত্ত বর্নাঢ্য কর্মময় জীবনে বরিশাল পেরিয়ে দেশের প্রগতিশীল উন্নয়নের ইতিহাসে এক আলোক উজ্জল নাম।
সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক অঙ্গন ও সাংবাদিকতায় লেখনী শক্তির মাধ্যমে বরিশাল অঞ্চলে মানবতাবাদী এই ব্যক্তি ছিলেন অন্যতম। প্রয়াত প্রবীন সাংবাদিক, কলামিষ্ট, ভাষা সৈনিক ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আইনজীবি মিহির লাল দত্ত-এর সংগ্রামী জীবন কেটেছে সাদামাটা।
দেশ মাতৃকার শ্রেষ্ঠ সন্তান মিহির লাল দত্ত একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হন। তিনি তৎকালীন বার্তা সংস্থা ইউনাইটেড প্রেস অব পাকিস্তান (ইউপিপি) ও দৈনিক ইত্তেফাক স্থানীয় প্রতিনিধি রূপে ১৯৬২ সনে কারাগারে নিক্ষিপ্ত হন।
১৯৫২ সালে রাষ্ট্রভাষা কর্ম পরিষদের তীব্র আন্দোলনের মূখে মিহির দত্ত-কে গ্রেফতার করে অন্তরীনাবস্থায় রাখা হয়। ১৯৭২-৭৩ সালে বাকেরগঞ্জ কবাই কলেজের অধ্যক্ষ রূপে নিযুক্ত হন তিনি। ১৯৭৪ সালে বরিশাল বার সমিতির সদস্য হন তিনি।
ঔপন্যাসিক, নাট্যকার, নির্দেশক হিসেবে ঢাকা ও কলকাতার বহু পত্রিকায় নিব›দ্ধকার, প্রব›দ্ধকার ও কলামিষ্ট হিসেবেও পরিচিতি ছিল তার। কলকাতার দৈনিক লোক সেবক, জাতীয় দৈনিক সংবাদ’র বরিশাল প্রতিনিধি এবং প্রয়াত সমীর দত্ত সম্পাদিত সাপ্তাহিক চিরন্তন বাংলার সম্পাদক ছিলেন তিনি। ১৯৩৫ সালের ১১ নভেম্বর জন্ম গ্রহন করেন স্বর্গীয় মিহির লাল দত্ত ।
পিতা এডভোকেট শহিদ বুদ্ধিজীবি জিতেন্দ্র লাল দত্ত, মাতা স্বর্গীয় শোভা রানী দত্ত। যুদ্ধাহত বীর মুক্তিযুদ্ধা মিহির লাল দত্ত ২০০৭ সালের ২০ জানুয়ারী দূরারোঙ্গ ব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন।